ইমেইল বোম্বিং কি?? কিভাবে করতে হয়? ইমেইল বোম্বিং থেকে বাচার উপায়।

 
mail bomber

ইমেইল বোম্বিং কি?? কিভাবে করতে  হয়? ইমেইল বোম্বিং থেকে বাচার উপায়।


ইমেইল বোম্বিং কি?


ইমেইল বোম্বিং কি সেটা বলার আগে একটা উদাহরণ দেই। যেমন ধরেন আপনি একটি অফিসে চাকরি করেন। আপনাকে যে অফিশিয়াল ইমেইল দেওয়া হয়েছে ওখানে বলা হলো যে আজকে দুপুর ১২ টার সময় একটা মেইল আসবে। সেটা ফরওয়ার্ড করবে আমাকে। এবার আপনি যখন যখন দুপুর ১২ টার সময় মেইল টা খুলবে তখন দেখলে একটা মেইলের জায়গায় ২০০০ মেইল পাঠানো হয়েছে। এখন ২০০০ মেইলের জায়গায় একটি মেইল খুঁজে বের করা যে কি কষ্টের ব্যাপার। সেটা তো বুঝতেই পারছেন। মেইল যে বোম্বিং হয়ে থাকে তার মেইন টার্গেট হয়ে থাকে এটাই। কাউকে কারো নির্দিষ্ট যে ইমেইল আসে সেটা থেকে তার নজরকে সরিয়ে রাখা। বা নির্দিষ্ট কোনো একটি মেইল থেকে একসাথে অনেকগুলো মেইল সেন্ড করে ভিকটিমকে বিব্রতকর অবস্থায় ফেলা কেই সহজ ভাষায় ইমেইল বোম্বিং বলে। এটাকে আপনি মেইল ডস অ্যাটাকও বলতে পারেন।



মেইল বোম্বিং কত প্রকার?


মেইল বোম্বিং সাধারণত তিন ধরনের হয়ে থাকে।


1. Mass Mailing

2. Link Linking

3. Zip Bombing


আমি শুধু Mass Mailing নিয়ে কথা বলবো। ম্যাস মেইলিং এটি হচ্ছে ইজি জিনিস। যে কেউ কিন্তু এটা সহজেই করতে পারে। আর এখান থেকে বাঁচার উপায়ও খুব সহজ। আগে বলে নেই Mass Mailing অ্যাটাক কিভাবে হয়ে থাকে। Mass Mailing অ্যাটাক গুলো যে হয়ে থাকে এটা একটা টার্গেট ইমেইল আর একটা সেন্ডার ইমেইল অর্থাৎ আপনি যদি টার্গেট হয়ে থাকেন আর আপনাকে যে টার্গেট করেছে সে কিন্তু একটা ইমেইল থেকে পাঠাবে 2000 হাজার ইমেইল এখানে 2000 বলে কোন কথা নেই দশ হাজারও হতে পারে। তো সাধারণত এভাবে Mass Mailing হয়ে থাকে।



কিভাবে ইমেইল বোম্বিং করতে হয়।

ইমেইল বোম্বিং করতে 

 এখানে ক্লিক করুন


email bombing

এই ফমটি  পুরন করে স্টাট বাটুনে ক্লিক  করুন



mail bombing থেকে বাঁচার উপায়:

mail bombing  থেকে বাঁচতে হলে ওই যে হ্যাকার কর্তৃক পাঠানো মেইল spam box এ ফেলে দিন। তাহলে ওই মেইল থেকে কোন মেইল আসলে ডাইরেক্টলি spam box এ চলে যাবে। আপনার  গুরুত্বপূর্ণ মেইলটি বেঁচে যাবে। অথবা আপনার গুরুত্বপূর্ণ মেইলটি স্টার মার্ক করে রেখে দিন।


Post a Comment

0 Comments